অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। বাঘেরও শরীরচর্চার প্রয়োজন হয় বৈ কি! নতুবা নধর চেহারাটি ধরে রাখবে কি করে? শরীরের বাড়তি মেদ পছন্দ নয় এই বাঘ মামার। তাই তো আরামের ফাঁকে শরীরচর্চা করতে ভোলেননি বাঘ মামা।
তাও আবার যেমন তেমন শরীরচর্চা নয়। রীতিমতো পুশ আপ করে শরীরচর্চা করলেন আমাদের বাঘ মামা! এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বাঘের শরীরচর্চার বহর দেখে হতবাক নেটিজেন।
এই ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। আর হবে নাই বা কেন? বাঘের মতো হিংস্র এবং গম্ভীর বন্যপশুও নিজের শরীরের উপর কতটা গুরুত্ব দেয় তা এই ভিডিও না দেখলে জানাই যেত না!
অবশ্য প্রকৃত অর্থে পুশ আপ বলতে যা বোঝায় বাঘ মামা অবশ্য যে তাই করছেন এমনটা নয়। পশুরা যেভাবে একঘুম দেওয়ার পর আড়মোড়া ভাঙ্গে, অনেকটা ঠিক তাই করতে চেয়েছিল আমাদের বাঘ মামা।
Tiger doing Pushups to stay fit… pic.twitter.com/3Zv3vjAd2B
— Susanta Nanda IFS (@susantananda3) March 7, 2021
ঠিক সেই মুহূর্তেই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে যায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মী সুশান্ত নন্দ আবার এই ভিডিওটি সোশ্যাল সাইটে আপলোড করেন।
পোষ্টের ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন, “শারীরিকভাবে ফিট থাকতে বাঘ পুশ আপ করছে!” এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়ে যায় না। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।