স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মার্চ।।বৃহস্পতিবার মহা শিবরাত্রি উপলক্ষ্যে প্রগতি রোডস্থিত মেহের কালীবাড়িতে বহু প্রতীক্ষিত শিব মন্দিরের উদ্বোধন হবে৷ এলাকার সমস্ত অংশের মানুষের আর্থিক অনুদানে এই শিব মন্দির গড়ে তোলা হয়েছে৷
বৃহস্পতিবার মন্দিরের দ্বারোদঘাটন এবং শিব লিঙ্গের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মেহের কালীবাড়ি উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক সুরজিৎ দত্ত৷
এছাড়া, শিব চতুর্দশী উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে বিশেষ পুজা অনুষ্ঠিত হবে৷ পাশাপাশি এই বছর শিব চতুর্দশী মেলাও বসবে৷ শিব চতুর্দশীকে সামনে রেখে ইতিমধ্যে সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গেছে৷
শিব বাড়িকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে৷ সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়ির পুরোহিত জানান ১১ মার্চ দুপুর ২ টা ৪৪ মিনিটে শিব চতুর্দশী শুরু হবে৷ ১২ মার্চ দুপুর ২ টা ৪৩ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী থাকবে৷ ১১ মার্চ রাত ১০ টায় সন্ধ্যা আরতি হবে৷
১২ মার্চ ভোর ৪ টায় বাবার বিশেষ পুজা হবে৷ তিনি আরও জানান ভক্তদের কথা মাথায় রেখে এইবার শিব চতুর্দশী পুজা ও মেলার অনুমতি দিয়েছে মন্দিরের ট্রাস্ট কমিটি৷ আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ৷