স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১০ মার্চ।। সাধারণ মানুষ হেলমেট না পরলে ৫০০ টাকা ফাইন দিতে হয়৷ তাহলে পুলিশ হেলমেট না পরলে কেন ফাইন দেবে না? এই প্রশ্ণ তুলে মোটরস্ট্যান্ডে জনতা-পুলিশের মধ্যে তীব্র বিবাদ বাধে৷
ঘটনার বিবরণে জানা যায়, সকালে হেলমেট না পরে বাইক চালানোর জন্য মোটরস্ট্যান্ডের কাছেই এক ব্যক্তিকে কর্তব্যরত পুলিশ ৫০০ টাকা ফাইন করে৷ ফাইন গ্রহণকারীদের মধ্যে তখন পুলিশ সুপার অফিসে কর্মরত কনস্টেবল কর বুম থান হালাম ছিলেন৷ বিকালে এই কনস্টেবলই একই এলাকা দিয়ে অফিসের উদ্দেশ্যে আসছিল৷
তার শরীরে পুলিশের খাকি উর্দি থাকলেও মাথায় হেলমেট ছিলো না৷ তখন সাধারণ মানুষ তাকে আটক করে৷ তার কাগজপত্র দেখতে চায়৷ থানায় খবর দেয়৷ থানা থেকে দুই সাব ইনস্পেক্টর দয়াল চাকমা এবং স্বপন সিন্হা আসলে উপস্থিত জনতা তাকে ফাইন করতে বলে৷
পুলিশের পক্ষ থেকে বলা হয় থানায় নিয়ে গিয়ে তার ফাইন কাটা হবে৷ একে একে মানুষ বাড়তে থাকে৷ সাধারণ মানুষ পুলিশকে ঘিরে ফেলে৷ থানা থেকে এবার ওসি মিলন দত্ত, তার সেকেন্ড অফিসারকে নিয়ে আসে পুলিশ কর্মীদের উদ্ধার করতে৷ তাদেরকেও সাধারণ মানুষ ঘিরে ফেলে৷
ওসি জানান, হেলমেট বিহীন কনস্টেবলকে দু’হাজার টাকা ফাইন করা হবে৷ এখন তার সঙ্গে টাকা নেই৷ উত্তেজিত জনতা তাদের সামনেই কনস্টেবলের ফাইন কাটতে বলে৷ মেজাজ হারিয়ে ফেলেন ওসি মিলন দত্ত৷
জনতার পক্ষ থেকে যে বেশি কথা বলছিল তাকে এবং অভিযুক্ত কনস্টেবলকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়৷ তারপর আস্তে আস্তে এলাকা জনতার দখল মুক্ত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷