অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। লাইপজিগকে আবার হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর ছন্দ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ম্যাচ শেষে বিবিসিকে বলেছেন, ‘মৌসুমের শুরুতে আমাদের মোমেন্টাম ছিল না। এই ম্যাচে সেটি পেয়েছি। সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে।’
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ ব্যবধানে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন আক্রমণভাগের দুই তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানে।
দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিল লিভারপুল। প্রথম লেগেও একটি করে গোল করেছিলেন সালাহ ও মানে।
ম্যাচটি হওয়ার কথা ছিল লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। কিন্তু কভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। একই কারণে প্রথম লেগের ম্যাচও হয়েছিল এই মাঠে।
লিভারপুল কোচ বলছেন, ‘আজ রাতে আমরা যে মানের ফুটবল খেলেছি সত্যি ভালো ছিল। রক্ষণ এবং আক্রমণে দারুণ দক্ষতা দেখিয়েছে ছেলেরা।’
‘চ্যাম্পিয়নস লিগে খেলা মানেই জয় চাওয়া। আমরা কম শক্তির দল নই। বিপজ্জনক প্রতিপক্ষ। আমরা পরের ধাপের অপেক্ষায় আছি। ’