অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।
এর আগে ৫৬ বছর বয়সী বাকায়োকোকে গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়।
গত বছর জুলাইয়ে আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদো গন কুলিবালির আকস্মিক মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হন হামেদ বাকায়োকো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।
বাকায়োকোর মধ্যস্থতায় দেশটিতে চলা দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান হয়েছিল। প্রেসিডেন্ট আলাসনে ওউতারা বলেন, ‘বাকায়োকো একজন মহান রাষ্ট্রনায়ক এবং তরুণদের জন্য দৃষ্টান্ত। ’
এদিকে বাকায়োকোর মৃত্যুর পর প্যাট্রিক আচিকে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে। প্রেসিডেন্টের ছোটভাই টেনি বিরহিমা ওউতারাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।