ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে গ্রেপ্তার অভয়নগরে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মার্চ।। গোপন খবরের ভিত্তিতে অভিযান করে মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে গ্রেপ্তার করলো এনসিসি থানার পুলিশ৷ এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে পুলিশ রাত এগারোটার পর অভিযান করেছিল অভয়নগর ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ সেখান থেকে কৌটা ভর্তি ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় চার যুবককে৷

ধৃত চার যুবকের নাম অংকুর দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা, প্রবীর দেববর্মা এবং জাহাঙ্গীর হোসেন৷ পুলিশের দাবি চারজন ব্রিজের উপর দাঁড়িয়ে ব্রাউন সুগার আদান-প্রদান করছিল৷ পরবর্তীকালে পুলিশ দল তাদের বাড়িতে অভিযান করে প্রায় দেড়’শ গ্রাম ব্রাউন সুগার সহ প্রচুর পরিমাণ ব্রাউন সুগার বিক্রি করার কৌটা উদ্ধার করেছে৷

পরবর্তীকালে পুলিশ নেশা সামগ্রী স হ ধৃত চার যুবককে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনায় এনসিসি থানার পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ অন্যদিকে, অভয়নগর লালবাহাদুর সহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবতই নাগরিকরা নেশা কারবারিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন৷

অভিযোগ, উঠতি বয়সের একাংশ স্কুল পড়ুয়া সহ এলাকার যুব সমাজের বৃহৎ অংশ নেশার খপ্পরে ডুবে যাচ্ছে৷ ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট সহ মারাত্মক সব নেশা সামগ্রী হাতের নাগালে পেয়ে যুব সমাজ সহজেই নেশাগ্রস্ত হয়ে পড়ছে৷ এই জাতীয়  নেশা একবার শুরু করে পরবর্তীকালে তারা নেশার জন্য মানসিকভাবে অস্থির হয়ে ওঠে৷

স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়া এবং বেকার যুবকরা নেশাগ্রস্ত হয়ে পরবর্তীকালে নেশা জোগাড় করতে অর্থের অভাবে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে৷ এলাবাসীর অভিযোগ, এলাকাতে বাড়বাড়ন্ত চুরির ঘটনার ক্ষেত্রে স্থানীয় নেশাগ্রস্ত যুব সমাজের একাংশ জড়িত রয়েছে৷

এলাকার যুবকদের নেশামুক্ত রাখার পাশাপাশি বাড়বাড়ন্ত চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধের ঘটনায় লাগাম টেনে রাখতে পুলিশকে এই ধরনের  নেশা বিরোধী অভিযান চালিয়ে রাখা উচিত বলে নাগরিক মহলের অভিমত৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?