স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মার্চ।। গোপন খবরের ভিত্তিতে অভিযান করে মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে গ্রেপ্তার করলো এনসিসি থানার পুলিশ৷ এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে পুলিশ রাত এগারোটার পর অভিযান করেছিল অভয়নগর ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ সেখান থেকে কৌটা ভর্তি ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় চার যুবককে৷
ধৃত চার যুবকের নাম অংকুর দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা, প্রবীর দেববর্মা এবং জাহাঙ্গীর হোসেন৷ পুলিশের দাবি চারজন ব্রিজের উপর দাঁড়িয়ে ব্রাউন সুগার আদান-প্রদান করছিল৷ পরবর্তীকালে পুলিশ দল তাদের বাড়িতে অভিযান করে প্রায় দেড়’শ গ্রাম ব্রাউন সুগার সহ প্রচুর পরিমাণ ব্রাউন সুগার বিক্রি করার কৌটা উদ্ধার করেছে৷
পরবর্তীকালে পুলিশ নেশা সামগ্রী স হ ধৃত চার যুবককে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনায় এনসিসি থানার পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ অন্যদিকে, অভয়নগর লালবাহাদুর সহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবতই নাগরিকরা নেশা কারবারিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন৷
অভিযোগ, উঠতি বয়সের একাংশ স্কুল পড়ুয়া সহ এলাকার যুব সমাজের বৃহৎ অংশ নেশার খপ্পরে ডুবে যাচ্ছে৷ ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট সহ মারাত্মক সব নেশা সামগ্রী হাতের নাগালে পেয়ে যুব সমাজ সহজেই নেশাগ্রস্ত হয়ে পড়ছে৷ এই জাতীয় নেশা একবার শুরু করে পরবর্তীকালে তারা নেশার জন্য মানসিকভাবে অস্থির হয়ে ওঠে৷
স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়া এবং বেকার যুবকরা নেশাগ্রস্ত হয়ে পরবর্তীকালে নেশা জোগাড় করতে অর্থের অভাবে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে৷ এলাবাসীর অভিযোগ, এলাকাতে বাড়বাড়ন্ত চুরির ঘটনার ক্ষেত্রে স্থানীয় নেশাগ্রস্ত যুব সমাজের একাংশ জড়িত রয়েছে৷
এলাকার যুবকদের নেশামুক্ত রাখার পাশাপাশি বাড়বাড়ন্ত চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধের ঘটনায় লাগাম টেনে রাখতে পুলিশকে এই ধরনের নেশা বিরোধী অভিযান চালিয়ে রাখা উচিত বলে নাগরিক মহলের অভিমত৷