স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মার্চ।। আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বামপন্থীদের পুণরায় প্রতিষ্ঠিত করতে সাংবাদিক সম্মেলন করে ভোট চাইলো ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী লেনিনবাদী) লিবারেশন৷
আসন্ন এডিসি নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করলে উপজাতি এলাকার উন্নয়ন সম্ভব৷ দেশের বিজেপি সরকার জনগণের অধিকারের উপর হস্তক্ষেপ করছে৷ যারা সরকারের ভূমিকায় প্রতিবাদ জানায় তাদের বিরুদ্ধে সরকার দেশদ্রোহী বলে সাংবিধানিক প্রতিকারের উপর হস্তক্ষেপ করছে৷
বিজেপি সরকারের এ ধরনের ফ্যাসিস্ট সুলভ আচরণের মূল উদ্দেশ্য হলোপুঁজিপতিদের স্বার্থে সরকার কাজ করে চলেছে৷ তাই কর্পোরেট ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন সিপিআই(এমএল) রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার৷
এডিসি নিয়ে অর্থনৈতিক ক্ষমতা বাড়ানো, আসন সংখ্যা বৃদ্ধি এবং ১০০ মডেল ভিলেজ সহ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের যে প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তা প্রতিপালন করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ৷ বিজেপি এবং আইপিএফটি সরকারের এটা সম্পূর্ণ একটা জুমলাবাজি, বললেন তিনি৷
কিন্তু সময়ের সাথে এডিসি উন্নয়ন হওয়া দরকার ছিল৷ তাই এডিসি উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি৷ বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করতে সিপিআই(এমএল) লিবারেশন সক্রিয়ভাবে প্রচার করবে বলে জানান তিনি৷