রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, অভিযোগ মানিক সরকারের

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ মার্চ।। বুধবার সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে উদয়পুর শহরে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়৷ এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী, বাম বিধায়ক রতন ভৌমিক, সিপিএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা, সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক মানিক বিশ্বাস সহ প্রমুখরা৷ প্রথমে মিছিলটি জামতলাস্থিত সিপিএম উদয়পুর বিভাগীয় কার্যালয় থেকে বের হয়ে সেন্ট্রাল রোড নিউ টাউন রোড হয়ে পুনরায় সিপিএম বিভাগীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷

এরপর জামতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ৷ বিরোধী দলনেতা পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন বর্তমান সময়ে রাজ্যে গণতন্ত্র বিপন্ন৷ রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে৷

রাজ্যে যে সরকারটি ২০১৮ সালের ৯ মার্চ থেকে চলছে এরকম সরকার ত্রিপুরার মানুষ চাননি৷ ত্রিপুরার মানুষ এই সরকারটিকে মনে করছেন অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত, একটি বোঝার মতো৷ তিন বছর পর মানুষ বলছেন প্রতারকের সরকার৷ এই অবস্থায় এদের বিরুদ্ধে মতামত প্রকাশের একটা সুযোগ উপস্থিত হয়েছে৷

ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন৷ বামফ্রন্ট সরকারের দৌলতে সংবিধান সংশোধন করে এই ত্রিপুরাতে ষষ্ঠ তপশিল মোতাবেক জেলা পরিষদ তৈরি হয়েছে৷ এডিসি এলাকার ভোটার তালিকায় যাদের নাম আছে তারাই ভোট দেবে৷ তবে যদি মনে করেন এই লড়াই এডিসি এলাকার মানুষদেরই, তাহলে ভুল করবেন৷

https://www.facebook.com/cpimtripuraofficialpage/videos/438315817373426/

যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়, নাগরিক অধিকার ফিরে পেতে চায়, সম্মান নিয়ে মানুষের মতো বেঁচে থাকতে চায়, অনাহার অর্ধাহারে পশু পাখির মতো মরতে চান না, শিক্ষা স্বাস্থ্যের সুযোগ ভোগ করতে চান তাদের এই দুর্বিনিত সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে সংহত করার জন্য এডিসি এলাকার মানুষদের নৈতিক সমর্থন জানাতে হবে৷

উল্লেখ্য এদিন শহর উদয়পুরে নেমে এসেছে লাল ঢেউ৷ দীর্ঘ তিন বছর পর ভয়, ভীতিকে উপেক্ষা করে বসন্তের দুপুরে সংগ্রামী মানুষ রাজপথ দাঁপিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়াজ তুলেছেন৷ আহ্বান রাখলেন আসন্ন এডিসি নির্বাচনে দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?