ষষ্ঠ টেস্টেই ডাবল সেঞ্চুরিয়ান পেয়ে গেল আফগানিস্তান

অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিলেন হাশমতউল্লাহ শাহিদি। টেস্ট ক্রিকেট তো বটেই, সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

বৃহস্পতিবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেন শাহিদি। ৪৪৩ বল খেলে ২১টি চার ও এক ছক্কায় সাজান নিজের ইনিংস।

আগের দিন সেঞ্চুরি করা আসগর আফগান খেলেন ১৬৪ রানের ইনিংস। তাতে ৪ উইকেটে ৫৪৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে আফগানরা। শেষ ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে। এখনো দলটি পিছিয়ে ৪৯৫ রানে।

হাশমতউল্লাহ শাহিদি প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৮৬ রানে। প্রথম সেঞ্চুরি পূরণ করেন। এরপর সেটিকে রূপ দেন ডাবলে। অথচ শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই আগে কোনো সেঞ্চুরি ছিল না তার।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫টি সেঞ্চুরি করলেও এত দিন টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৬১ রানের। শাহিদি ডাবল সেঞ্চুরি পূর্ণ করা মাত্রই আফগানিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয়।

শাহিদির ডাবল সেঞ্চুরিতে একটি অন্য রকম মাইলফলকের দেখাও পেল আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়ার পর ম্যাচসংখ্যায় দেশকে দ্রুততম ডাবল সেঞ্চুরি পাইয়ে দেওয়ার দৌড়ে আফগানিস্তানকে যুগ্মভাবে শীর্ষে তুললেন তিনি। শাহিদি পাশে বসলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লিফোর্ড রোচের।

১৯২৮ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ১৯৩০ সালে ষষ্ঠ টেস্টে এসে ক্লিফোর্ড রোচের কাছ থেকে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?