স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মার্চ।। ৯ মার্চ এক ঐতিহাসিক দিন। মঙ্গলবার রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকারের তিন বর্ষপূর্তি হয়। তাই প্রদেশ বিজেপি পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন সরকার গত তিন বছরে রাজ্যবাসীর প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করে চলেছে। এবং আগামী দিনেও করবে।
দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ত্রিপুরাকে নতুনভাবে সাজিয়ে তুলতে কাজ করে চলেছে। দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য ত্রিপুরা করতে চলেছে।ফলে একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার উন্নত হবে, একইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী যে ৯ টি প্রকল্পের উদ্বোধন করেন এর মধ্যে গুরুত্বপূর্ণ মৈত্রী সেতু উদ্বোধনের ফলে রাজস্ব বৃদ্ধি পাবে। রাজ্যের আর্থিক গতি আসবে। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা হয়ে যাবে করিডর। সরকারকে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন সরকার শুধু প্রতিশ্রুতি মধ্যেই সীমিত নেই।
https://www.facebook.com/BJP4Tripura/videos/137070388310667/
সরকার প্রতিশ্রুতি বাইরে গিয়েও রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত।