অনলাইন ডেস্ক, ১০ মার্চ।। প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেলের বিস্ফোরক সাক্ষাৎকারে তার কষ্টের কথা শুনে ব্যথিত হওয়ার কথা জানিয়েছে ব্রিটেনের রাজপরিবার। রানির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, মেগান বর্ণবাদের যে অভিযোগ তুলেছেন সেটি ‘খুব গুরুত্বের’ সঙ্গে নেয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছর হ্যারি এবং মেগানের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল সেটি জানতে পেরে পুরো পরিবার দুঃখিত। ’‘যে ইস্যু উঠেছে, বিশেষ করে বর্ণবাদের সেটি উদ্বেগের।’
অপরাহ উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে মেগান সম্প্রতি অভিযোগ করেন, তার ছেলে অর্চি গর্ভে থাকতে গায়ের রং নিয়ে শঙ্কায় ছিল রাজপরিবার। তার সঙ্গে ওই দিনগুলোতে কী কী দুর্ব্যবহার করা হয়েছে, সেসবের বর্ণনা দেন তিনি। মেগান ওই সাক্ষাৎকারে বলেন, সন্তানের গায়ের রং নিয়ে উদ্বেগের কথা রাজ পরিবারের বিশেষ এক সদস্য তাকে জানিয়েছিলেন।
কিন্তু তার নাম খোলসা করেননি তিনি। মেগানের মা কৃষ্ণাজ্ঞ, বাবা শ্বেতাঙ্গ। নিজে কিছুদিন মডেলিং করেছেন। তার এমন ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে ভালোভাবে নেননি শ্বশুর বাড়ির লোকেরা। এক সময় স্বামীকে নিয়ে আলাদা হয়ে যান।
২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
৩৬ ঘণ্টার বেশি সময় পর দেয়া বিবৃতিতে রাজপরিবার বলছে, ‘হ্যারি, মেগান এবং অর্চি সব সময় পরিবারের ভালোবাসার সদস্য হয়ে থাকবে। ’ বিবৃতির পর মেগান আর কোনো মন্তব্য করতে রাজি হননি। তার মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি কথা বলতে চান না।