মোহাম্মদ সিরাজের প্রতিভা নিয়ে কোনো সংশয়ই নেই। শার্দুল ঠাকুর যখনই সুযোগ পেয়েছে দারুণ সদ্ব্যবহার করেছে।’ অস্ট্রেলিয়া সফরে ভারতের অর্ধেক সিনিয়র ক্রিকেটারই ছিলেন না। বিরাট কোহলি থেকে ইশান্ত শর্মা, হনুমা বিহারি, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা- একাধিক তারকা ক্রিকেটারদের সার্ভিস পায়নি দলটি। তবে তাতেও হেভিওয়েট অস্ট্রেলিয়াকে হারাতে সমস্যা হয়নি তাদের। সৌরভ তাই বলছেন, ‘আমরা এতদিন বুমরাহর অপরিহার্যতার কথা বলতাম, তবে অস্ট্রেলিয়ায় আমরা বুমরাহকে ছাড়াই জিতেছি। শেষ টেস্ট ম্যাচে ইশান্ত শর্মাও ছিল না। অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছি আমরা। এটা স্মরণীয় হয়ে থাকবে। এর জন্য দ্রাবিড়ের অবদান অনেক।’