এরপর দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে জয় এনে দেন আলভারো মোরাতা। এরপর অবশ্য ৬৯তম মিনিটে মোরাতার পরিবর্তে রোনালদোকে বদলি নামিয়েছিলেন পিরলো। ফুটবল ইতালিয়ার মাধ্যমে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দেল পিয়েরো বলেন, ‘আমি তাদের এমন মনোভাব প্রত্যাশা করিনি। কারণ সাম্প্রতিক সময়ে জুভেন্তাস শারীরিকভাবে বেশ ধুঁকছিল। এটা পিরলোর একটি স্মার্ট পদক্ষেপ ছিল।’‘লাৎসিওর শুরুটা ছিল দুর্দান্ত। তবে পরে ঘুরে দাঁড়ায় জুভেন্তাস। তারা ধারাবাহিক ছিল এবং এটা তাদের পরবর্তী ম্যাচের জন্য দারুণ সংবাদ।
বিশেষ করে পোর্তোর বিপক্ষে নামার আগে।’ চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পর্তুগাল থেকে ১-২ গোলের ব্যবধানে হেরে ফিরেছে জুভেন্তাস। শেষ আট নিশ্চিত করতে হলে ঘরের মাঠে জিততেই হবে তাদের। তবে পিরলোর অধীনে দলটি এমন কিছু করতে পারে বিশ্বাস করেন দেল পিয়েরো, ‘জুভেন্তাসের একটি সঠিক ম্যাচ দরকার। পর্তুগালে করা চিয়েসার গোল জুভকে কিছুটা এগিয়ে রেখেছে। পোর্তো যদি আগের ধারাবাহিকতায় খেলে তবে কাজটা একটু কঠিন হবে। তবে আশা করছি জুভেন্তাস ঠিকঠাকভাবে করতে পারবে।’