সেই ম্যাচে মাত্র ১৭ বলে ৪২ রানের ঝকঝকে ইনিংস খেলে ডাগআউটে ফেরেন। যদিও তার ঝোড়ো ব্যাটিং জয় এনে দেয় ইংল্যান্ড লিজেন্ডসকে। ভারতের বিপক্ষে আর ফিফটি হাতছাড়া হয়নি পিটারসেনের। বরং টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ফিফটির নজির গড়েছেন ইংলিশ ব্যাটার। মঙ্গলবার রায়পুরে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শচিন টেন্ডুলকার। ইনিংসের ওপেন করতে নেমে মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধ শতরানের গণ্ডি টপকে যান পিটারসেন। ৫০ রানে পৌঁছতে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন কেপি।
শেষ পর্যন্ত ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৭৫ রানের ইনিংসটি খেলেন। ইরফান পাঠানের বলে উইকেটের পেছনে ক্যাচ হন তিনি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ড্যারেন ম্যাডি।ভারতের হয়ে ইউসুফ পাঠান ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। এ ছাড়া ইরফান ও মুনাফ নেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে শেবাগ (৬), শচিন (৯), মোহাম্মদ কাইফরা (১) ব্যর্থ হন। সাত নম্বরে নেমে ইরফান পাঠান ঝড় তুলেছিলেন। ৩৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় খেলেন ৬১ বলে অপরাজিত ইনিংস। মানপ্রিত গনি ১৬ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। তবে শেষ পর্যন্ত পরাজিত দলেই থাকতে হয় তাদের। ম্যাচসেরা হয়েছেন পিটারসেন।