ইংল্যান্ডে করোনা পরিস্থিতি এখনো আশঙ্কাজনক। সবার আগে টিকাকরণ শুরু হলেও নতুন স্ট্রেনের প্রকোপে অবস্থা খারাপের দিকে যায়। বিশেষ করে লন্ডন শহরের অবস্থা খুবই সঙ্গিন। সে কারণেই ভেন্যু হিসেবে বাদ পড়েছে লর্ডস। লর্ডস স্টেডিয়ামের কাছাকাছি খেলোয়াড়দের থাকার মতো কোনো হোটেল নেই। কিন্তু সাউদাম্পটনে সেই সুবিধা আছে।
সৌরভ বলেছেন, লকডাউন পেরিয়ে ক্রিকেটে ফেরার সময় থেকে এই কারণেই একাধিক ম্যাচ আয়োজিত হয়েছে সাউদাম্পটনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাই ওখানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সৌরভ বলেন, ‘সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে উন্মুখ হয়ে আছি আমি। হ্যাঁ, এটা সাউদাম্পটনে হবে। অনেক দিন আগেই সিদ্ধান্ত হয়ে গেছে।’তিনি আরো বলেন, ‘কোভিডের কারণে আর সেখানে হোটেল একেবারেই কাছে। কোভিডের পর ইংল্যান্ড যখন খেলা শুরু করল, তাদের অনেক ম্যাচ সাউথ্যাম্পটনে ছিল।’