মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবেন। সামনের দিনগুলোতে তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং তার ওপর নতুন করে মূল্যায়ন করা হবে। বুধবার পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতিথ্য নেবে বার্সেলোনা। নেইমার চোটের কারণে ক্যাম্প ন্যুতে প্রথম লেগের ম্যাচটিও খেলতে পারেননি। তবে স্প্যানিশ জায়ান্টদের মাঠ থেকে ৪-১ এ জয় নিয়ে ফিরেছিল পিএসজি।
গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান নেইমার। তবে গত সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিলেন। তাতে ভক্তরা আশান্বিতই হয়েছিল, বার্সার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত সেটি হলো না। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে না পারার আক্ষেপ সঙ্গী হলো নেইমারেরও।