অনলাইন ডেস্ক, ১০ মার্চ।। টুর্নামেন্টের রেকর্ড গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর আস্থা রেখে ঘুরে দাঁড়ানোর আশা ছিল জুভেন্টাসের কোচ আন্দ্রেয়া পিরলোর। একদিন আগেই বলেছিলেন সেই কথা। কিন্তু প্রতিদান দিতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পুরো ম্যাচেই তিনি ছিলেন অনুজ্জ্বল। হ্যাঁ, নিজেদের মাঠে এফসি পোর্তোকে ৩-২ গোলে হারিয়েও চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেল জুভেন্টাস।
দুই লেগ মিলিয়ে গোল ব্যবধান ছিল সমান ৪ করে; কিন্তু শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ব্যবধানের কারণে টানা দ্বিতীয়বারের মতো বিদায় নিতে হলো রোনালদোর দলকে।
মঙ্গলবার রাতের ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। আর ওই সময়ই বাজিমাত করে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। জুভেন্টাসের মাঠে ২ গোল দেওয়ার সুবাদে এগিয়ে যায় তারা। আগের ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা জুভেন্টাসকে।
যদিও ফিরতি লেগে জুভদের মাঠে ৩-১ গোলে হারলেও বিদায় নিশ্চিত ছিল তাদের। কিন্তু হারটা হলো তাদের ৩-২ গোলে। ১০ জনের দল নিয়েও ছড়ি ঘোরাল পোর্তো। ফলে দুই ম্যাচ মিলিয়ে দু’দলেরই গোল দাঁড়াল ৪-৪। পয়েন্ট সমান, গোল সমান। কিন্তু অ্যাওয়ে গোলে এগিয়ে যায় পোর্তো।
গত মৌসুমেও প্রায় একইভাবে বিদায় নিতে হয়েছিল জুভেন্টাসকে। লিওঁর মাঠে গিয়ে তারা হেরে এসেছিল ১-০ গোলে। ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে জেতার পর গোল ব্যবধান ২-২ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে জুভদের বিদায় করে দিয়েছিল লিওঁ।
শেষ পর্যন্ত ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো তুরিনের দলটিকে।