জল্পনা কল্পনার অবসান, বিজেপি ও আইপিএফটি একমঞ্চে, ১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গেরুয়া

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মার্চ।। বহু তালবাহানার পর অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে বিজেপি এবং আইপিএফটি যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে একমঞ্চে আসার ঘোষণা দেয়। আসন্ন এডিসি নির্বাচনে ১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বিজেপি এবং আইপিএফটি ৩ টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে।

ঘোষিত বিজেপি প্রার্থীরা হলেন করমছড়া থেকে বিমল চাকমা, দশদা কাঞ্চনপুর শিলেন্দ্র নাথ, ছামনু থেকে হংস কুমার ত্রিপুরা, মনু ছৈলেংটা সঞ্জয় দাস, বোধজং ওয়াকিনগর থেকে রণবীর দেববর্মা, আমতলী গোলাঘাটি থেকে বিশু দেববর্মা। এবং একজন মহিলা প্রার্থী স্বপ্না রানী দাস। মঙ্গলবার সংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন দুই দলের নেতৃত্ব।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, নির্বাচন চেয়ারম্যান যীষ্ণু দেববর্মা, আইপিএফটি দলের সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা, সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া।

https://www.facebook.com/BJP4Tripura/videos/338742877539524/

যতটুকু খবর উভয় দলের নীচু মহলের কর্মীরা সন্তুষ্ট হতে পারেনি জোটের আসন ভাগাভাগিতে। আইপিএফটি দলের কর্মীদের দাবি ছিল জোট হয়ে লড়াই করলে ২২ আসন প্রদান করার জন্য। নয়তো একক ক্ষমতায় লড়াই করতে চেয়েছিল আইপিএফটি একাংশ কর্মী মহল।

এদিকে এত কম আসন নিয়ে জাতীয় দলের লড়াই সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পাহাড় সহ গোটা রাজ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?