স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৯ মার্চ।। জাতীয় সড়কে ফের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের৷ পৃথক পৃথক আরো কয়েকটি দুর্ঘটনায় রাজধানী সহ বিভিন্ন স্থানে আহত রয়েছেন বেশ কয়েকজন৷ মঙ্গলবার সকালে আসাম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর এলাকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন শিক্ষকের৷ মৃত শিক্ষকের নাম চন্দ্রমণি দেববর্মা (৫৩)৷ তার বাড়ি জিরানিয়া জয়রাম পাড়াতে৷ তিনি খামতিংবাড়ি জেবি স্কুলের শিক্ষক৷
প্রতিদিনের মতো তিনি নিজের টিআর-০১-পি-৬৮৬৬ নম্বরের বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে স্কুলে রওনা হয়েছিলেন৷ ওনার পেছনে ছিল টিআর-০১-এডব্লিউ-০৬৩০ নম্বরের একটি ছোট গাড়ি৷ প্রত্যক্ষদর্শীর বিবরণ, বাইক এবং গাড়ি উভয়ই একই দিশাতে দ্রুতগতিতে যাচ্ছিল৷ চম্পকনগরে গিয়ে বাইক চালক রাস্তার উপর মোড় নেওয়ার চেষ্টা করেন৷
তখনি পেছন থেকে বাইকে সজোরে ধাক্কা দেয় উল্লিখিত নম্বরের গাড়িটি৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান শিক্ষক চন্দ্রমণি দেববর্মা৷ পরে খবর দমকল কর্মীরা এসে ওনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা দেন৷
ঘটনার পর চম্পকনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক এবং গাড়ি আটক করেছে৷ পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷