অনলাইন ডেস্ক, ৯ মার্চ।। নওয়াজুদ্দীন সিদ্দিকীকে বছর খানেক আগে বিবাহ-বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন স্ত্রী আলিয়া। স্বামীর বিরুদ্ধে এনেছিলেন একাধিক অভিযোগ। সময় গড়াতে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আলিয়া।
নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে চাইছেন অভিনেতার স্ত্রী। ডিভোর্সের নোটিশ ফিরিয়ে নিয়ে নওয়াজের কাছেই ফিরছেন আলিয়া।এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “শুধুমাত্র সন্তানদের কথা ভেবেই আমরা আলাদা হয়ে যাওয়ার বিষয়টা আরও একবার ভাবছি। আমরা আবারও একসঙ্গে থাকার চেষ্টা করছি, বললে হয়তোবা ভুল হবে। আসলে শিশুদের বেড়ে ওঠার জন্য বাবা-মা দুজনের ভালোবাসাই পাওয়া উচিত। শোরা ওর বাবার ভীষণই কাছের। ওর প্রশ্নের জবাব দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রথমে ওকে আমরা কিছুই জানায়নি।
তবে পরে বিষয়টা জানার পর থেকে ওর মন খারাপ। পড়াশোনাতেও প্রভাব পড়ছে।”আরও বলেন, “শোরা ও ইয়ানি বর্তমানে বাবার সঙ্গে লক্ষ্ণৌতে রয়েছে। যেহেতু আমি কভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টা নওয়াজকে জানিয়েছিলাম। উনি জানার পরই তৎপরতা দেখিয়েছেন। প্রায় সঙ্গে সঙ্গে ম্যানেজারের মাধ্যম বাচ্চাদের নিয়ে যান। নওয়াজ বাচ্চাদের যথেষ্ট যত্ন নিয়েছেন। এমন অসুস্থতায় নওয়াজকে আমি প্রথমবার অন্যভাবে পেয়েছি। উনি শুটিংও করেছেন, বাচ্চাদেরও দেখাশোনা করেছেন। তাই আমিই উদ্যোগ নিয়ে নওয়াজের সঙ্গে কথা বলি।
জানাই আমাদের বিষয়টা নিয়ে আরও একবার ভাবা দরকার। আর এ ক্ষেত্রে নওয়াজও সহমত প্রকাশ করেছেন।” আলিয়ার কথায়, “আমি ভাবিনি সমস্যা মিটিয়ে আমরা আবারও একসঙ্গে থাকব। তবে শুধু আমি একা নই নওয়াজও সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করেছেন। আমার কভিডে আক্রান্ত হওয়ার খবর জেনে উনি ফোনে সব সময় যোগাযোগ রেখেছেন। ১৬ বছর আমরা একসঙ্গে থেকেছি। তাই সমস্যা থাকলেও ভালোবাসা রয়েই গিয়েছে।”তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী।