তবে সেই গুঞ্জন ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার। এ বিষয়ে হিন্দুস্থান টাইমসকে অক্ষয় বলেন, ‘কলকাতায় রাজনৈতিক ব়্যালিতে আমার উপস্থিতি ঘিরে ভুয়া খবরে আমি আশ্চর্য। এখন আমি মুম্বাইতে শুটিংয়ে ব্যস্ত। তাই জানাতে চাই, কলকাতায় রাজনৈতিক র্যালিতে আমার উপস্থিতির খবর ভুয়া ও ভিত্তিহীন। আমি আপাতত সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকতে চাই।’ অক্ষয়ের হাতে এই মুহূর্তে রয়েছে ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘আতরঙ্গী রে’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘হাউসফুল ফাইভ’ ছবি।