মোদির দলে যোগ দেওয়া নিয়ে যা বললেন অক্ষয়

অনলাইন ডেস্ক, ৮ মার্চ ।। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রোববার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বিজেপির প্রচারাভিযান শুরু করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে বিজেপিতে যোগ দেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলিউড পাড়ায় কয়েক দিন ধরে গুঞ্জন, মোদির ব্রিগেডে যোগ দিতে পারেন বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ অক্ষয় কুমার। অক্ষয় এরই মধ্যে বিজেপির আমন্ত্রণ গ্রহণও করেছেন বলে জানা যায়।

তবে সেই গুঞ্জন ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার। এ বিষয়ে হিন্দুস্থান টাইমসকে অক্ষয় বলেন, ‘কলকাতায় রাজনৈতিক ব়্যালিতে আমার উপস্থিতি ঘিরে ভুয়া খবরে আমি আশ্চর্য। এখন আমি মুম্বাইতে শুটিংয়ে ব্যস্ত। তাই জানাতে চাই, কলকাতায় রাজনৈতিক র‌্যালিতে আমার উপস্থিতির খবর ভুয়া ও ভিত্তিহীন। আমি আপাতত সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকতে চাই।’ অক্ষয়ের হাতে এই মুহূর্তে রয়েছে ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘আতরঙ্গী রে’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘হাউসফুল ফাইভ’ ছবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?