এ ম্যাচের মধ্য দিয়ে দিয়ে ইউনাইটেড টানা ২২ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল। এর মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে দলটি। সিটি সবশেষ হেরেছিল গত নভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে। ডার্বি ম্যাচে এসে তাদের ভুলে যাওয়া স্বাদ পেতে হলো। গত ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে আসরে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হয়েছিল। এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড। তবে সিটি পাক্কা ১১ পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে। ২৮ ম্যাচে ২০ জয়, ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ১৫ জয়, ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট ইউনাইটেডের।৪৫তম মিনিটে ডান প্রান্ত থেকে আসা ফ্রি কিক ক্রস বিপদমুক্ত করতে পারেনি লিভারপুল।
ডি বক্সের ঠিক বাইরে মোহামেদ সালাহর কাছ থেকে বল কেড়ে ভেতরে ঢুকেই দূরের পোস্টে নিচু শটে লক্ষ্যভেদ করেন মারিও লেমিনা। ডানে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক আলিসন। ডিসেম্বরে দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ২০১২ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে জয় পেল ফুলহ্যাম। যে জয়ের সুবাদে ২৮ ম্যাচে পাঁচ জয় ও ১১ ড্রয়ে ২৬ পয়েন্ট দলটির। রয়েছে ১৮তম স্থানে। অন্যদিকে ২৮ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিভারপুল। ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ পেপ গার্দিওলার দলের থেকে ২২ পয়েন্ট পিছিয়ে লিভারপুল।