তিনি দেশের নানা প্রান্তের খাবারের স্বাদ তুলে ধরবেন এই রেঁস্তোরায়। এই মাসের শেষে চালু হবে রেস্তোরাঁটি। দেখা হবে সেখানে। মণীশ গোয়েল ও ডেভিড রবিন ছাড়া এই ইচ্ছা পূরণ সম্ভব হত না।’ রেস্তোরাঁ তৈরির শুরু থেকে পাশে থাকার জন্য প্রিয়াঙ্কা ধন্যবাদ জানিয়েছেন তার বন্ধু মণীশকে। মূলত প্রিয়াঙ্কা ও মণীশের উদ্যোগেই রেস্তোরাঁটি চালু হচ্ছে।এ উপলক্ষে ২০১৯ সালের একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সে সময় রেস্তোরাঁ তৈরির জন্য পুজা করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। প্রিয়াঙ্কা এখন রয়েছেন লন্ডনে, আগামী ছবি ‘সিটাডেল’ এর শুটিংয়ে ব্যস্ত তিনি। এর আগে ‘টেক্সট ফর ইউ’ ছবির শুটিং শেষ করেন তিনি।