তাতে ৩০ হাজার ১৮৪ ভোট পেয়ে ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন ল্যাপোর্তা। এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সার সভাপতি ছিলেন ল্যাপোর্তা। আবার তিনি জিতে যাওয়ায় মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কারণ নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এই আইনজীবী বলেছিলেন, নির্বাচিত হলে মেসিকে রাখতে তার বাবার সঙ্গে আলোচনায় বসবেন।
গত অক্টোবরে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয় জোসেফ মারিয়া বার্তোমেউকে। সম্প্রতি তাকে অনিয়মের দায়ে গ্রেপ্তারও করা হয়েছিল। তার স্থলাভিষিক্ত হয়ে এই সময়ে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন কার্লোস তুসকেতস। ২৪ জানুয়ারিতেই নতুন সভাপতি বেছে নেওয়ার কথা ছিল কাতালান ক্লাবটির। কিন্তু করোনার থাবায় তা পিছিয়ে ৭ মার্চে আনা হয়।