করোনা নিয়ে সহিংসতার পর প্যারাগুয়েতে ব্যাপক রদবদল

অনলাইন ডেস্ক, ৮ মার্চ ।। প্যারাগুয়েতে কভিড-১৯ নিয়ে সহিংস বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট মারিও আবদো বেন্তিয়েজ শনিবার কেবিনেটে রদবদলের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট স্বাস্থ্য, শিক্ষা, নারী ইস্যু ও বেসামরিক বিষয়ে নতুন লোক নিয়োগের কথা জানান। এর আগে শুক্রবার দেশটিতে করোনা মোকাবিলা নিয়ে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ করে।

বিক্ষোভকারী দোকানে লুটপাট ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে আহত হয় ২১ জন। শনিবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামে। প্রায় ৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। শান্তিপূর্ণ সমাবেশ থেকে তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করেন। প্যারাগুয়েতে শুক্রবার ১ লাখ ৬৫ হাজার ৮১১ জনের করোনা আক্রান্ত ও ৩ হাজার ২৮৭ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। দেশটির জনসংখ্যা ৭০ লাখেরও কিছু বেশি। এ পর্যন্ত তারা রাশিয়ার থেকে ৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?