সাজা বাতিল, ফের নির্বাচনে লড়তে পারেন লুলা দা সিলভা

অনলাইন ডেস্ক, ৯ মার্চ।। ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ফৌজদারি দণ্ড বাতিল করে দিয়েছেন। এতে জনপ্রিয় এই বামপন্থী রাজনীতিকের আগামী বছরের নির্বাচনে লড়ার সুযোগ তৈরি হলো।

বিচারপতি এডসন ফাচিন অনেকটা বিস্ময়কর এই রায়ে বলেন, কুরিটিবা’র আদালত লুলার দুর্নীতির অভিযোগ বিচারের এখতিয়ার রাখে না। তার অবশ্যই রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল আদালতে পুনঃবিচার হবে।

এই রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টের পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। তবে রায়ে লুলার রাজনৈতিক অধিকার সংরক্ষিত হয়েছে। সম্ভবত ২০২২ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গেছে। ওই নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়বেন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

দেশটির প্রসিকিউটর জেনারেল অগাস্টো আরাসের এক মুখপাত্র সোমবার জানান, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। রায়ের প্রতিক্রিয়ায় লুলা টুইটে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, এই রায় কুরিটিবা’র ফেডারেল বিচার বিভাগের অযোগ্যতার বিষয়টি নিশ্চিত করেছে এবং আমরা যে সঠিক আইনি লড়াইয়ে ছিলাম তার স্বীকৃতি।

তবে প্রেসিডেন্ট বোলসোনারো সোমবার বলেছেন, সুপ্রিম কোর্ট এই রায়ের বিরুদ্ধে আদেশ দেবে বলে তিনি আশাবাদী। যে বিচারক রায় দিয়েছেন, লুলার পিটি পার্টির সঙ্গে তার সবসময় শক্তিশালী সম্পর্ক ছিল।

লাতিন আমেরিকার সবচেয়ে জনবহুল এবং বড় অর্থনীতির দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন লুলা।

‘অপারেশন কার ওয়াশ’ নামে খ্যাত দেশটির সবেচেয়ে বড় দুর্নীতি তদন্তের ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের দায়ে লুলাকে ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা হয়। পরের বছর তাকে কারাগারে পাঠানো হয় যার ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে ২০১৯ সালে তিনি ছাড়া পান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?