অনলাইন ডেস্ক, ৯ মার্চ।। বার্সেলোনা ক্লাবের সভাপতি নির্বাচনের ফল বেরিয়েছে। আর এরপরই সমর্থকদের আশা লিওনেল মেসি কাতালান ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে যাবেন। আর্জেন্টাইন তারকা ক্লাব ছাড়বেন না বলে স্বপ্ন বুনছেন তারা।
বার্সেলোনার প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা।কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট পদে এটি লাপোর্তার দ্বিতীয় ইনিংস। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল- টানা সাত বছর মেসিদের ক্লাবে প্রেসিডেন্ট ছিলেন তিনি।
কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি দিয়ে লাপোর্তা জানিয়েছিলেন, ক্ষমতায় এসে ক্লাবে তিনি মেসিকে ধরে রাখার প্রয়াস করবেন। আর তিনি প্রেসিডেন্ট না হলে মেসির ক্লাব ছাড়া সময়ের ব্যাপার।
৫৪.২৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লাপোর্তা। তার আমলেই মেসি বার্সার হয়ে খ্যাতির চূড়াতে পৌঁছেছিলেন। মেসির সঙ্গে বার্সার চুক্তি রয়েছে আর ৪ মাসের।
বার্সা সমর্থকদের আশা, মেসিকে ক্লাবে রেখে দিতে সক্ষম হবেন নয়া প্রেসিডেন্ট। রবিবার বার্সেলোনার ক্লাবের প্রেসিডেন্ট পদের নির্বাচন হয়। ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন মেসিও।
লা লিগার ম্যাচে ওসাসুনাকে হারানোর পরই ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যান মেসি। গত অক্টোবরে নানা বিতর্কের পরে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জোসেফ মারিয়া বার্তোমেউ।