অনলাইন ডেস্ক, ৯ মার্চ।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মার্কিন সামরিক কমান্ডের নেতৃত্বে দুই নারীর নাম ঘোষণা করেছেন। দেশটির সামরিক বাহিনীর এ ধরনের সিনিয়র পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা হলেন দ্বিতীয় ও তৃতীয় নারী। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর সর্বোচ্চ চার তারকা জেনারেলের র্যাঙ্ক পাওয়া একমাত্র নারী মার্কিন বিমানবাহিনীর জেনারেল জ্যাকুয়েলিন ভন ওভোস্ট ট্রান্সপোর্টেশন কমান্ডের নেতৃত্ব দেওয়ার মনোনয়ন পেয়েছেন।
তিন তারকা সেনা জেনারেল লরা রিচার্ডসন সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেওয়ার মনোনয়ন পেয়েছেন। এ কমান্ড সেন্ট্রাল ও ল্যাটিন আমেরিকার দায়িত্ব পালন করে। এ ছাড়া তিনি তার চার তারকা পদ মর্যাদা গ্রহণ করবেন।
সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করলে ভন ওভোস্ট ও রিচার্ডসন লোরি রবিনসনের স্থলাভিষিক্ত হবেন। রবিনসন হলেন মার্কিন সামরিক কমান্ডের হাল ধরা প্রথম নারী। তিনি ২০১৮ সালে অবসর গ্রহণের আগে নর্দার্ন কমান্ডের নেতৃত্ব দেন।
মার্কিন সামরিক বাহিনীর ১১টি কমান্ডস রয়েছে। চার তারকা বিশিষ্ট জেনারেলরা এসব কমান্ডের নেতৃত্ব দিয়ে থাকেন।