সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতীয় নাগরিক অসহযোগ আন্দোলন এবং ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে সেনা ও পুলিশের গুলিতে প্রায় ৬০ জন বিক্ষোভকারী নিহত হন।অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শন এবং বেসামরিক নাগরিকদের প্রতি সহিংস আচরণ থেকে বিরত থাকার শক্ত আহ্বান জানাচ্ছি।’তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার তাদের মানবিক সহায়তা রোহিঙ্গাসহ জাতিগত সংখ্যালঘুদের দেবে এবং এক্ষেত্রে মিয়ানমার সরকারকে সম্পৃক্ত করা হবে না।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াসহ ১৩টি দেশ মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে। অন্য ১২টি দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান ও ইউক্রেন। মানবাধিকার সংগঠনগুলো এই প্রশিক্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।