ইকোটোরিয়াল গিনিতে সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৬০০

অনলাইন ডেস্ক, ৮ মার্চ ।। মধ্য আফ্রিকার দেশ ইকোটোরিয়াল গিনির একটি সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৬০০ জন। দেশটির সবচেয়ে বড় শহর বাটা’র একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরক ডিপোতে এই দুর্ঘটনা ঘটে। খবর: আলজাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং বলেন, ‘নকওয়া এনটুমা সামরিক ঘাঁটির বিস্ফোরক, ডিনামাইট ও অ্যামুনিশন গুদামের দায়িত্বে থাকা’ সেনা ইউনিটের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে বাটা শহরের প্রায় সব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০০ জনের মতো।স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখা যায়, ধ্বংস্তূপ থেকে লাশ বের করে আনা হচ্ছে। হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড়। লোকজনকে রক্তদানের জন্য আহ্বান করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?