গিনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৯৮

অনলাইন ডেস্ক, ৯ মার্চ।। মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় ৬১৫ জন আহত হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট সোমবার এ তথ্য জানিছেন। খবর এএফপি’র।

স্থানীয় সময় রবিবারের ওই বিস্ফোরণে ওই কম্পাউন্ডের বিভিন্ন ভবন এবং পার্শ্ববর্তী আবাসিক এলাকার বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির বাণিজ্যিক কেন্দ্র বাটার ওই সেনাঘাঁটিতে গোলাবারুদ ও বিস্ফোরক মজুত ছিল।

প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং টুইটারে বলেছেন, এ ভয়াবহ বিস্ফোরণে ‘৯৮ জন নিহত ও ৬১৫ জন আহত হওয়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ’

দুর্ঘটনার পর তিনি বলেছিলেন, ‘নকওয়া এনটুমা সামরিক ঘাঁটির বিস্ফোরক, ডিনামাইট ও অ্যামুনিশন গুদামের দায়িত্বে থাকা’ সেনা ইউনিটের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?