তবে সবই সময়ে প্রমাণসাপেক্ষ। কারণ, জল্পনায় অনেকের নাম থাকলেও অনেক সময়েই দেখা গেছে, তা বাস্তবের সঙ্গে মিলছে না। অনেক তারকা কথা দিয়েও পিছিয়ে যান। রুদ্রনীল অবশ্য বলেন, ‘‘ব্রিগ্রেডে অক্ষয় কুমার তো থাকছেনই। তা ছাড়াও বাংলার বড় স্টাররা থাকবেন। যাদের আগে দেখা যায়নি।’’ মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। ২০১৭ সালে অভিনেতার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রচারের অংশ। একাধিক সময়ে প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে।
বিরোধীরা অভিযোগ করেন, অক্ষয় প্রধানমন্ত্রীকে ‘ছেলে ভোলানো’ এবং ‘বোকা বোকা’ প্রশ্ন করেছিলেন। যেমন; মোদি আম কীভাবে খান। খোসা ছাড়িয়ে? নাকি না ছাড়িয়ে? ওই সাক্ষাৎকারে প্রশ্নের মান নিয়ে অবশ্য অক্ষয় কোনো সমালোচনার তোয়াক্কা করেননি। এ দিকে তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে স্থান পেয়েছে ১৫ জন তারকা। বিজেপির পক্ষ থেকেও থাকছে একাধিক তারকা মুখ।