অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়তে চলেছেন পাকিস্তানের দুই আফ্রিদি। কিংবদন্তি শহিদ আফ্রিদির মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে যাচ্ছেন দেশটির জাতীয় দলের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি।কিছুদিন ধরেই পাকিস্তানে এমন গুঞ্জন চলছিল। সংবাদমাধ্যমেও বিষয়টি এসেছে। রবিবার শহিদ আফ্রিদি নিজেই নিশ্চিত করেছেন, শাহিনের পরিবারের পক্ষ থেকে তার মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে। দুই পরিবার এখন পর্যন্ত ইতিবাচকভাবেই এগোচ্ছে।আফ্রিদি তার টুইটে লিখেছেন, ‘শাহিনের পরিবার আমার মেয়েদের জন্য প্রস্তাব দিয়েছিল।
উভয় পরিবারের মধ্যে যোগাযোগ অব্যাহত। বন্ধন তৈরি হয় স্বর্গে, আল্লাহ চাইলে এই বন্ধনও হবে। মাঠ ও মাঠের বাইরে ধারাবাহিক সাফল্যের জন্য শাহিনের প্রতি আমার শুভ কামনা।’এর আগে পাকিস্তানের একজন সাংবাদিকের টুইটে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। ইহতিশাম উল হক নামের সেই সাংবাদিক লিখেছেন, ‘দুই পরিবারের অনুমতি নিয়ে একটা বিষয় পরিষ্কার করতে যাচ্ছি আমি, শহিদ আফ্রিদির মেয়ে ও শাহিন শাহ আফ্রিদির বাগদানের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটা সত্যি। বিয়ের প্রস্তাব এর মধ্যেই গৃহীত হয়েছে।
জানা গেছে, আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান আগামী দুই বছরের মধ্যে আয়োজন করা হবে। আফ্রিদির মেয়ের লেখাপড়া শেষের পর।’জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই ১৫ টি টেস্ট, ২২ টি ওয়ানডে ও ২১ টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন শাহিন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১০০-র ওপর উইকেট রয়েছে তার।আন্তর্জাতিক ক্রিকেটে শাহিনের আবির্ভাবের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শহিদ আফ্রিদির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি-না। আসলে নামে মিল ছাড়া তাদের কোনো সম্পর্ক ছিল না।
তবে এবার আত্মীয়তার বন্ধনে জড়াচ্ছেন দুই আফ্রিদি। শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়মিত খেলছেন। পিএসএলেও এই কদিন আগে প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে দুই আফ্রিদিকে।