নিরাপত্তা পরিষদকে ‘ঐক্যবদ্ধ পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রেনার বার্গনার প্রশ্ন রেখে বলেন, ‘আমরা মিয়ানমার সামরিক বাহিনীকে এই কাজ আর কতদূর চালিয়ে যেতে দেব?’ মিয়ানমারের পরিস্থিতি ‘বড় ধরনের মানবিক সংকটের’ দিকে এগিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। শ্রেনার বার্গনার বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা এবং মিয়ানমারের জনগণের পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অটল ও ঐক্যবদ্ধ অবস্থান গুরুত্বপূর্ণ।’
গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয়। গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিসহ ক্ষমতাসীন দলের নেতাদের। ভ্যুত্থানের পর থেকে সেখানে বিক্ষোভ দমাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার পর্যন্ত কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ।