অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। ঘোষিত হলো আইপিএলের ১৪তম আসরের পূর্ণাঙ্গ সূচি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে ৯ এপ্রিল শুরু হবে এবারের আসর। ৩০ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরের। রবিবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
করোনার কারণে আইপিএলের গত আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার ভারতের ৬টি ভেন্যুতে হবে আসরটি। ভেন্যুগুলো হলো- কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, নয়া দিল্লি ও বেঙ্গালুরু। ৫৬টি লিগ ম্যাচের ১০টি করে হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরুতে।
আহমেদাবাদ ও দিল্লি পাচ্ছে ৮টি করে ম্যাচ। প্লে-অফ এবং ফাইনাল এই চারটি ম্যাচই হবে আহমেদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার ২৫ মে। এলিমিনেটর ২৬ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ২৮ মে। ১৮ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৯ এপ্রিল, ২ মে, ৮ মে, ৯ মে, ১৩ মে, ১৬ মে, ২১ মে, ২৩ মে, এই ১১ দিন ডাবল হেডার অর্থাৎ দুটি করে খেলা। প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায়। দ্বিতীয় ম্যাচ ৮টায়। যেদিন একটি করে খেলা রয়েছে, সেদিন ম্যাচ শুরু হবে রাত ৮টায়।