অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে ফের উত্তাল মিয়ানমারের রাজপথ। বাড়ি বাড়ি গিয়ে নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ করছেন তারা। একই সঙ্গে সেনা ও পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করছেন বিক্ষোভকারীরা।রবিবার সকালে মান্দালে শহরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ভিডিওচিত্রে দেখা গেছে, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিক্ষোভকারীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।এছাড়া ইয়াঙ্গুন ও দাওয়েই শহরেও বিক্ষোভ হয়েছে। তবে এখন পর্যন্ত সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।ইয়াঙ্গুনের কয়েকটি এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত রাতে সেনাবাহিনী ও পুলিশ ইয়াঙ্গুনের বেশ কটি এলাকায় সেনাবিরোধী আন্দোলনের নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালায়।
এখন পর্যন্ত কমপক্ষে তিন জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) বলেছে, সেনা অভ্যুত্থানের পর থেকে শনিবার পর্যন্ত দেশটিতে এক হাজার সাতশ’র বেশি মানুষকে আটক করা হয়েছে। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান ও দেশটিতে নির্বাচিত নেতা অং সান সু চিকে আটক করার পর থেকেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
প্রতিদিনের বিক্ষোভ-ধর্মঘটের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে, স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। জাতিসংঘ বলছে, মিয়ানমারে বিক্ষোভ সমাবেশে সেনা ও পুলিশের গুলিতে ৬০ জনের বেশি নিহত হয়েছেন।