অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। বার্সেলোনার সিনিয়র দলে নিজের করা প্রথম গোলটি ‘কোনো দিন ভুলতে পারবেন না’ বলে জানিয়েছেন তরুণ ফুটবলার ইলাইশ মরিবা। শনিবার ওসাসুনা ম্যাচের পর তিনি বলেন, গোলটা কবরে নিয়ে যেত চাই।১৮ বছর বয়সী এই তরুণ তুর্কি ৮৩তম মিনিটে মেসির পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন।
বার্সা জয় পায় ২-০ ব্যবধানে। বাকি গোলটি আলবার। মরিবা গত জানুয়ারিতে সিনিয়র দলে প্রথম মাঠে নামেন। প্রথম গোল পেলেন নিজের পঞ্চম ম্যাচে। ম্যাচ শেষে বার্সা টিভিকে তিনি বলেন, ‘লিও আমাকে দারুণ একটি পাস দিয়েছিল। জানি না, কীভাবে বাঁদিকে কাট করে শট নিয়েছি।’‘কখনো এটা ভুলব না। কবরে নিয়ে যাব।
’সিনিয়রদের কথা উল্লেখ করে মরিবা বলেন, ‘বড়রা আমাকে সাহায্য করেছে। পরামর্শ দিয়েছে। লিও বলেছিল, যতটা পারি যেন জায়গায় থাকি। পজিশনে থেকে যেন শট নিতে পারি।’‘গোলটি আমি বাবাকে উৎসর্গ করতে চাই।’ শনিবারের জয়ের পর ২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে।