শনিবার ইংল্যান্ডকে সিরিজের চতুর্থ টেস্টে ইনিংস ও ২৫ রানে হারায় ভারত। তাতেই এই কীর্তি অধিনায়ক কোহলির। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের দখলে। সাবেক প্রোটিয়া অধিনায়ক ১০৯ টেস্টে অধিনায়কত্ব করছেন। তার অধিনায়কত্বে দল জিতেছে ৫৩ টেস্টে। দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। তিনি ৭৭ টেস্টে নেতৃত্ব দেন দেশকে। দল জিতেছে ৪৮ টেস্টে।
তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারই স্টিভ ওয়াহ। তার নেতৃত্বে ৫৭ টেস্টের মধ্যে দল জিতেছে ৪১ ম্যাচে। সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার তালিকায় কোহলি তার স্বদেশি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন। এই তালিকায় তাদের থেকে এগিয়ে রয়েছেন গ্রায়েম স্মিথ (১০৯), অ্যালান বর্ডার (৯৩), স্টিফেন ফ্লেমিং (৮০), রিকি পন্টিং (৭৭) ও ক্লাইভ লয়েড (৭৪)।