মিঠুন এই ডায়ালগকে অবশ্য নির্বাচনী প্রচারে কাজে লাগাতে চান না। এক ধাপ এগিয়ে নতুন ডায়ালগ বাতলে দেন জনসভায় আসা সমর্থকদের।বলেন, ‘এই ডায়ালগ চলবে। তবে আমার প্রচার শুরুর আগে একটা নতুন ডায়ালগ দিচ্ছি: আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই; আমি একটা কোবরা, জাত গোখরো আমি-এক ছোবলেই ছবি।’ মিঠুন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এবার কিন্তু এটাই হবে। দাদার কথায় বিশ্বাস রাখবেন। আমি মিঠুন চক্রবর্তী। যা বলি তা করে দেখাই।’মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন।
দলটির পক্ষ থেকে রাজ্যসভার সদস্যও করা হয় তাকে। তৃণমূলের হয়ে ভোটের প্রচারেও দেখা যায় মিঠুনকে।বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় মিঠুনের। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ ওঠার কিছুদিন পরই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান তিনি। তারপর ‘অভিমান’ এবং ‘ভগ্ন স্বাস্থ্যের’ কথা বলে দীর্ঘদিন কলকাতামুখী হননি।