আইপিএল ‘শুরু’ ৯ এপ্রিল

অনলাইন ডেস্ক, ৬ মার্চ ।। আইপিএলের দামামা বাজতে শুরু করেছে আগেই। বলতে গেলে নিলাম হয়ে যাওয়ার পর থেকেই। এখন কবে এ বছরের আসরটি মাঠে গড়ায়, সে নিয়েই সবার কৌতূহল। সংশ্লিষ্ট সূত্রের খবর, ৯ এপ্রিল শুরু হবে আইপিএলের ১৪তম আসর। ৬টি ভেন্যুতে যা চলবে ৩০ মে পর্যন্ত। সংবাদ সংস্থা এএনআই সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে। প্রয়োজন শুধু আইপিএলের গভর্নিং কাউন্সিলের ছাড়পত্র। মোট ৫২ দিনে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হতে পারে আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নয়া দিল্লি, কলকাতা ও মুম্বাই।

করোনা পরিস্থিতিতে সবগুলো ভেন্যুতে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে। নাম গোপন রাখার শর্তে আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, ‘৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কোথায় আইপিএল হবে, সে বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আগামী সপ্তাহে সেই বৈঠক হতে পারে। তবে বৈঠকের দিন এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি, ‘বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।

প্রস্তাব অনুযায়ী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এবং ৩০ মে হবে ফাইনাল।’ করোনার কারণে গত বছরের আইপিএল ভারতে হতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবার ভারতেই আসরটি আয়োজনে বদ্ধপরিকর। প্রাথমিকভাবে এক আসরে সবগুলো ম্যাচ আয়োজনের চিন্তা থাকলেও সেখান থেকে সরে এসেছে তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?