ইনিংস ব্যবধানের জয়ে ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক, ৬ মার্চ ।।ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট তিন দিনেই জিতে নিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এবার দলটির জয়ের ব্যবধান ইনিংস ও ২৫ রান। শনিবারের এই জয়ের সুবাদে ৩-১ এ সিরিজ নিশ্চিত হলো স্বাগতিকদের। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হলো বিরাট কোহলির দলের। একই ভেন্যুতে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট দুই দিনেই জিতে নিয়েছিল ভারত। চতুর্থ টেস্টে হার এড়াতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হতো দলটির। তবে ভারত বড় জয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নিশ্চিত করল লর্ডসের ফাইনাল। আগে থেকেই চূড়ান্ত ছিল জুনে অনুষ্ঠিত ফাইনালের অপর দল- নিউজিল্যান্ড।

যারা শেষ পর্যন্ত টেবিলের দুইয়ে থাকল। ভারতকে আবারো ব্যাটিংয়ে পাঠাতে ১৬০ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ১৩৫ রানে থামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস। অশ্বিন ও অক্ষরই ভাগ করে নিয়েছেন উইকেটগুলো। অশ্বিন ৪৭ রান খরচায় ৫টি ও প্যাটেল ৪৮ রান খরচায় নেন ৫ উইকেট। ইংলিশদের পক্ষে ড্যান লরেন্স ভালো লড়াই করলেন। সাত নম্বরে নেমে ৯৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু অন্যরা ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন জো রুট। আগের দিনের ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে নতুন দিনের ব্যাটিং শুরু করে ভারত।

শেষ পর্যন্ত দলটির প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে। ওয়াশিংটন সুন্দর ৯৬ রানে অপরাজিত থাকেন। শেষ তিন উইকেট হারায় তারা কোনো রান যোগ না করেই।আগের দিন ১০১ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্ত। এই উইকেটরক্ষক ব্যাটারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। সিরিজ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার থেকে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?