যারা শেষ পর্যন্ত টেবিলের দুইয়ে থাকল। ভারতকে আবারো ব্যাটিংয়ে পাঠাতে ১৬০ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ১৩৫ রানে থামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস। অশ্বিন ও অক্ষরই ভাগ করে নিয়েছেন উইকেটগুলো। অশ্বিন ৪৭ রান খরচায় ৫টি ও প্যাটেল ৪৮ রান খরচায় নেন ৫ উইকেট। ইংলিশদের পক্ষে ড্যান লরেন্স ভালো লড়াই করলেন। সাত নম্বরে নেমে ৯৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু অন্যরা ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন জো রুট। আগের দিনের ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে নতুন দিনের ব্যাটিং শুরু করে ভারত।
শেষ পর্যন্ত দলটির প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে। ওয়াশিংটন সুন্দর ৯৬ রানে অপরাজিত থাকেন। শেষ তিন উইকেট হারায় তারা কোনো রান যোগ না করেই।আগের দিন ১০১ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্ত। এই উইকেটরক্ষক ব্যাটারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। সিরিজ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার থেকে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।