গত অর্থ বছর শেষ হয়েছে ২০২০ সালের ৩০ মে। কিন্তু করোনার প্রভাবে লিগ তিন মাস বন্ধ থাকায় ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যায়ের বেশ কয়েকটি ম্যাচসহ এফএ কাপের ফাইনাল ম্যাচটি চলতি অর্থবছরে শেষ করতে হয়েছে। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রায় সব ম্যাচই দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজন করতে হয়েছে। যে কারণে আয়ের একটি বড় উৎস থেকে প্রতিটি ক্লাবই বঞ্চিত হয়েছে। যার প্রভাব রাজস্ব আয়ে পড়েছে।
” ক্লাবের আর্থিক ধারা সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে জানুয়ারিতে আর্সেনাল ১২০ মিলিয়ন পাউন্ড ব্যাংক অব ইংল্যান্ড থেকে ধার নিয়েছে, যা ২০২১ সালের মে মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এ ছাড়া নিয়মিত ম্যানেজার উনাই এমেরির স্থানে মিকেল আর্তেতা ও তার সহকারীকে ২০১৯ সালের ডিসেম্বরে নিয়োগ দেওয়ার কারণে গানার্সদের বাড়তি ১০.৪ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে।