‘টিকার আশ্বাসে সময় নষ্ট করবেন না

অনলাইন ডেস্ক, ৬ মার্চ ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার বলেছে, আগামী সপ্তাহে আরও ৩১টি দেশে কভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করবে। সঙ্গে এও বলছে, ভ্যাকসিন আসার আশ্বাসে আত্মতুষ্টিতে সময় নষ্ট করবেন না। কোভ্যাক্স (জাতিসংঘের কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল এক্সেস) পদক্ষেপের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে চলতি সপ্তাহে টিকাদান নিশ্চিত করতে ২০টি দেশে ২কোটি ভ্যাকসিনের চালান সরবরাহ করা হয়েছে।বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের কারণে মানুষ যদি মনে করে মহামারির সংকট কেটে গেছে তাহলে মহামারির আরও প্রকোপ আসতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও।

সংস্থাটির জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, “ভ্যাকসিন আসায় দুর্দান্ত আশার সঞ্চার হয়েছে, তবে আমরা এই মুহূর্তে বিষয়টির প্রতি মনযোগ হারাচ্ছি।” স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস সপ্তাহজুড়ে কোভ্যাক্সের ভ্যাকসিন সরবরাহের প্রশংসা করেন। তবে তিনি বলেন, ভ্যাকসিনেশনে ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলো এখনো পিছিয়ে আছে। কোভেক্সের মাধ্যমে আফ্রিকার অ্যাঙ্গোলা, কঙ্গো, জাম্বিয়া, ঘানা, আইভরিকোস্ট, কেনিয়া, লেসেথো, মালাউই, মালি, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সুদান এবং উগান্ডায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে।

এ ছাড়া কম্বোডিয়া, কলম্বিয়া, ভারত, মালদোভা, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া ভ্যাকসিন সরবরাহ পেয়েছে। টেড্রোস বলেন, “আগামী সপ্তাহে কোভ্যাক্স আরও ৩১টি দেশে ভ্যাকসিন সরবরাহ করবে, এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া দেশের মোট সংখ্যা দাঁড়াবে ৫১টি।” “এটি উৎসাহজনক অগ্রগতি তবে কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ দেওয়া ভ্যাকসিন চাহিদার তুলনায় অপ্রতুল।” তিনি বলেন, প্রথম দফায় চলমান টিকার প্রথম ডোজের সরবরাহ মে মাসের শেষ নাগাদ চলবে। এ দফায় বাংলাদেশের ১ কোটি ৯ লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?