ঘটনার দিন মামলার বাদী কংগ্রেসের যৌথ অধিবেশনে উপস্থিত ছিলেন। বাদী বলেন, তিনি হামলার পর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে বিবাদীদের কাছে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতের আদেশ চাওয়া হয়েছে। আবেদনে ক্ষতিপূরণের আর্থিক দায় নির্ধারণের কথা বলা হয়েছে। উল্লেখ্য, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদন দিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।
ওই ঘটনায় নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। স্পিকার ন্যানসি পেলোসিসহ আইনপ্রণেতাদের দপ্তর তছনছ করা হয়। আইনপ্রণেতাদের অনেকেই সেদিন অল্পের জন্য রক্ষা পান। এরপর ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিশংসন প্রস্তাব গ্রহণ করা হয় প্রতিনিধি পরিষদে। কিন্তু সিনেটে বেশির ভাগ আইনপ্রণেতা অভিশংসন দণ্ডের পক্ষে ভোট দিলেও এক-তৃতীয়াংশ ভোট না পড়ায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।