সম্পর্কে সুখী কি না, জানাবে যেসব লক্ষণ

অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। অন্ত:স্বত্ত্বা হওয়ার পর থেকেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে চরম আগ্রহ থাকে দম্পত্তির। নারী ছেড়া ধনটি ছেলে হবে নাকি মেয়ে হবে সেই চিন্তা থাকে প্রায় সবার মাথায়। কারণ তাকে ঘিরেই তো স্বপ্ন বুনন করতে থাকেন বাবা মা। আধুনিক চিকিৎসায় আলট্রাস্নোগ্রাফের সাহায্যে লিঙ্গ জানা যায়। তবে এটি একেবারে নির্ভূল পদ্ধতি নয়। তবে অন্ত:স্বত্ত্বা মায়ের কিছু উপসর্গ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারকোনো সম্পর্ক যেমন বেশ মজার হয় তেমনই আবার কিছু স’ম্পর্ক হয় বেশ জটিল। এই সম্পর্কে আপনি খুশি তো? নাকি বাকিদের চোখে ভালো হওয়ার জন্য খুশি থাকার অভিনয় করতে হয়? সম্পর্কে সুখী কি না তা জানাবে এসব লক্ষণ- নিজস্ব পরিচয় : এই পৃথিবীতে সব মানুষেরই নিজস্ব একটি পরিচয় রয়েছে। নিজের যোগ্যতাতেই প্রত্যেকে কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। ওমুকের স্ত্রী কিংবা তমুকের স্বামী বলার দিন এখন শেষ। সকলেরই একটি পোশাকি নাম রয়েছে। আর সেই নামই তার পরিচয়।

প্রে’মিক-প্রে’মিকা কিংবা স্বামী-স্ত্রী’ অবশ্যই একে অপরের উপর নির্ভরশীল হবেন। কিন্তু খেয়াল রাখা জরুরি, নিজের পরিচয় যেন কখনও হারিয়ে না যায়। দুর্বলতাকেই মাপকাঠি ধরবেন না : হতেই পারে কিছু বিষয়ে আপনার সঙ্গী আপনার ওপর একটু দুর্বল। কিছুক্ষেত্রে আপনার কোনো ব্যবহার কিংবা কথা তার খারাপ লাগলেও মুখ ফুটে বলতে পারেন না। শুধু আপনাকে ভালোবাসেন বলে। আর এই ব্যবহারই কিন্তু তার মাপকাঠি নয়। ফলে কখনই তাকে টেকেন ফর গ্রান্টেড নেবেন না। যথাযোগ্য সম্মান দিন। একে অ’পরকে সব কথা বলুন : ভালো-মন্দ সব কিছুই একে অপরের সঙ্গে ভাগ করে নিন। মন খুলে কথা বলুন। এতে ভুল বোঝার কোনো অবকাশ থাকে না। সেই সঙ্গে কোনো সমস্যা আসলেও দুজনে মিলে তার সমাধান করা যায়। নিজেদের সিদ্ধান্ত দুজনে আলোচনা করেই নিন। একে অপরকে সময় দিন।

এতে সম্পর্ক ভালো থাকবে। সুখী দাম্পত্যের এটাই আসল রহস্য। একে অপরের কথা রাখুন : একসঙ্গে যখন পথ চলা শুরু করেছেন তখন দুজনকেই কিছু কথা রাখতে হবে। কোনো কিছুর প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করুন দুজনেই। এছাড়াও সম্পর্কের মূল কথা হল বিশ্বাস। বিশ্বাসে যেন কখনও চিড় না ধরে। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। দেখবেন খুব ভালো আছেন দুজনে। সেক্স দিয়েই সমস্যার সমাধান নয় : কোনো জটিল সমস্যা, মন খারাপ, রাগারাগি ইত্যাদির দাওয়াই কিন্তু আদর বা সেক্স নয়। সেক্স হয়তো সাময়িক মনকে ভালো রাখবে। কিন্তু দুজনের সম্মতি ছাড়া মেলামেশা একেবারেই উচিত নয়। এতে মনের উপর আরও খারাপ প্রভাব পড়ে। আগে ভুল বোঝাবুঝির সমাধান করুন। যৌনতা দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা এড়িয়ে চলুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?