স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মার্চ।। যোগেন্দ্রনগর শালবাগান এলাকায় একটি ১৫ বছরের নাবালিকাকে এলাকারই যুবক অমল মন্ডল (২০) ধর্যণ করে বলে অভিযোগ। নাবালিকা মেয়েটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পরে জোর করে মোবাইল দিয়ে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়।
অভিযুক্ত পরিবারের তরফ থেকে বিষয়টি নাবালিকার পরিবারকে চাপ দেওয়া হয় বিষয়টি যেন পুলিশকে না জানানো হয়। এলাকার কিছু মাতাববর এবং মন্ডলের এক নেতার তত্ববধানে মীমাংসা করিয়ে দেওয়ার চেষ্টা চলে।
সংবাদমাধ্যম যখনই নাবালিকার বাড়িতে যান প্রথমেই নাবালিকার মা এবং নাবালিকা বিষয়টি বলতে চায়। এরই মাঝে পরিবারে একটি ফোন আসে। মুহূর্তের মধ্যে নাবালিকার পরিবার বিষয়টি অস্বীকার করে।
সংবাদমাধ্যমের কর্মীরা তখন ছুটে যায় অভিযুক্ত ছেলের বাড়িতে। ছেলের পিতা পুরো বিষয়টি স্বীকার করে সংবাদমাধ্যমের কাছে। কিন্তু ক্যামেরার সামনে বলতে অস্বীকার করেন। ছেলের পিতা জানান এলাকার মাতাববর মন্ডল সভাপতির নেতৃত্বে পুরো বিষয়টি সমাধান করা হয়।
প্রশ্ণ হল একটি নাবালিকার জীবন নিয়ে কিভাবে মন্ডল সভাপতি খেলা করতে পারে এবং মীমাংসা করতে পারে এটাই দেখার বিষয়।