বেশ কিছুটা সময় ধরে স্টোকসের সঙ্গে চলে তার উত্তপ্ত বাক্য বিনিময়। আম্পায়ার এসে দুজনকে আলাদা করার চেষ্টা করলেও চলে এই তর্ক-বিতর্ক। পরে সিরাজের এক ওভারে তিনটি চার মারেন ইংল্যান্ড অলরাউন্ডার। তখনো মুখ খুলতে দেখা যায় স্টোকসকে। সিরাজকেও তখন পালটা দিতে দেখা যায়। এই টেস্টে জাসপ্রিত বুমরাহর জায়গায় দলে এসেছেন সিরাজ। স্টোকস-কোহলির এই কথার লড়াই নিয়ে মুখ খোলেন সুনিল গাভাস্কার। এই কিংবদন্তি প্রশংসা করেন আম্পায়ারদের, ‘এ ধরনের ঘটনা ক্রিকেটে ঘটেই থাকে। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে যায়। তবে ভালো লাগল এটা দেখে যে, আম্পায়াররা বিষয়টা বেশি দূর গড়াতে দেয়নি।’ ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে গেছে। ভারত ব্যাটিংয়ে নেমে দিন শেষ হওয়ার আগে ১ উইকেটে ২৪ রান তুলেছে।