বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল আবরো ভুগিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ৬৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল তিনি। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। ইংলিশরা গুটিয়ে যাওয়ার পর ভারত তাদের প্রথম ইনিংস শুরু করে। ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলে দিন শেষ করে দলটি। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার শুভমান গিলকে (০) হারায় ভারত। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অ্যান্ডারসন। রোহিত শর্মা ৮ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে অপরাজিত আছেন। চার ম্যাচের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ এ। এই ম্যাচে হার এড়াতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দলটি। প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। যারা আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে।সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৫-১০ (স্টোকস ৫৫, অক্ষর ৪-৬৪)ভারত প্রথম ইনিংস: ২৪-১ (অ্যান্ডারসন ১-০)।