’ নিজেদের মাঠে বুধবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো সেমি-ফাইনালের ফিরতি লেগের এই ম্যাচে স্টেগেনই মূল নায়ক। পেনাল্টি ঠেকিয়ে দলের ফাইনাল নিশ্চিত করেন তিনি। প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে বিজয়ী প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। স্টেগেন ওই পেনাল্টি না বাঁচাতে পারলে সমীকরণ জটিল হয়ে যেত। উসমান দেম্বেলের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ পিকে।
আর তৃতীয় গোলটি করেন পেদ্রির বদলি নামা মার্টিন ব্রাথওয়েট। ম্যাচের প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে বার্সেলোনা গোলের উদ্দেশে মোট ২২টি শট নেয়। এর আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে দৃষ্টিকটু রক্ষণাত্মক ফুটবল খেলা সেভিয়ার ছয় শটের তিনটি ছিল লক্ষ্যে।বার্সা ফাইনাল খেলতে নামবে ১৭ এপ্রিল। তাদের প্রতিপক্ষ হবে আতলেতিক বিলবাও এবং লেভান্তের মধ্যে জয়ী দল। টুর্নামেন্টে বার্সেলোনার এটি ৪২তম ফাইনাল।