আফগানিস্তান আগের দিন ১৩১ রান তুলেছিল তাদের প্রথম ইনিংস। ফলে ১১৯ রানের লিড পায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানরা গুটিয়ে যায় ১৩৫ রানে। তাতে ১৭ রানের লক্ষ্য দাঁড়ায় জিম্বাবুয়ের সামনে। যা পেরোতে কোনো উইকেট হারাতে হয়নি জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসের পর আফগানদের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিতেও বড় ভূমিকা রাখেন মুজারাবানি ও নিয়াচি। ৮ ওভার বল করে ১৪ রান করায় ২ উইকেট নেন মুজারাবানি। নিয়াচি ৭ ওভার বল করেন ৩০ রান খরচায় নেন ৩ উইকেট।
ডোনাল্ড তিরিপানো ৯.৩ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। আফগানদের প্রথম ইনিংসে মুজারাবানি ৪টি ও নিয়াচি ৩ উইকেট নিয়েছিলেন। আফগানদের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন ইব্রাহিম জাদরান। ১৪৫ বলে ৭৬ রান করেন তিনি। অপরাজিত ২১ রান করেন আমির হামজা। সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন উইলিয়ামস। ২০১৭ সালে টেস্ট অঙ্গনে পা রাখার পর এখন পর্যন্ত ৫ টেস্টে আফগানদের এটি তৃতীয় হার। আবু ধাবিতেই ১০ মার্চ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।